Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চলাচলের রাস্তা গর্ত খুঁড়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Jahid Hasan
জুন ১১, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে একটি পরিবারের চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী শেফালী সরকার এর বিরুদ্ধে। এতে করে ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াত করতে পারছেনা। এমন ঘটনাটি ঘটেছে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকার বাগমারা গ্রামে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১১ জুন) সরেজমিনে ভুক্তভোগী তপু রানী বালার বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়ির রাস্তায় চলাচলের রাস্তা কেটে গর্ত খুঁড়ে রেখেছে তার প্রতিবেশী সেফালী সরকার। এ ব্যাপারে তপু রানী সরকার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তপু রানী সরকার বলেন, আমি অনেক আশা নিয়ে দূর থেকে এসে এখানে বাড়ি করছি এবং বাড়ির গেটের সামনে রাস্তা দিয়ে চলাচলের জন্য ঢালাই দিয়ে পাকা করেছিলাম কিন্তু সেফালী সরকার রাস্তার জায়গা তার নিজের সম্পত্তি দাবী করে রাস্তার পাকা ঢালাই লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে গর্ত করে রেখেছে। আমরা এখন বাড়ি যেতে পারছি না।

এ ব্যাপারে শেফালী সরকার বলেন, আমার জায়গায় আমাকে না জানিয়ে রাস্তার জন্য পাকা করে ঢালাই দিয়েছে তাই আমি পাকা ঢালাই ভেঙ্গে গর্ত করে রেখেছি। আমার জায়গা দিয়ে তাকে চলাচল করতে দিবো না।

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, বাড়ির রাস্তায় গর্ত করছে। আমি বিষয়টি শুনেছি। তপু রানী সরকার আমার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছে। আমি দুই পক্ষকে ডেকেছি এর আগে ঐ বাড়ি তৈরি করতে ঝামেলা হয়েছিলো আমরা স্থানীয় ভাবে সমাধান করে দিয়েছি। উভয়পক্ষকে ডেকে এটারও সুষ্ঠু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।