জাহিদ হাসান:
বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে মুক্তিযোদ্ধরা বলেন, চাকুরির নামে কোটা আন্দোলনকারীরা বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে অন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উৎসকানী দিয়ে আবারও তাঁরা এদেশে দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না বলে জানান বক্তারা।
বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সৈয়দ আবুল বাশার, আলী কাজী, সৈয়দ সাখাওয়াত সেলিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.