গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বালতির পানিতে চুবিয়ে চার মাস বয়সের শিশুপুত্রকে হত্যার ৬দিন পর গর্ভধারীনি মা ছালেহা বেগম পলিকে মাদারীপুর শহর থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত পলিকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক ছিলো ঘাতক ছালেহা বেগম পলি। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর লেকের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে থেকে বুধবার রাতে পলিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম পলি তার চার মাস বয়সী শিশুপুত্র জোবায়ের তালুকদারকে বালতির পানির মধ্যে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.