জাহিদ হাসান:
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি কাজে বাধা প্রদান ও অফিস ভাংচুরের অভিযোগে মাদারীপুর সদর মডেল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আদেশ আদালত থেকে শনিবার দুপুরে জেলা কারাগারে পৌঁছালে জেল সুপার তুহিন কান্তি খান ও জেলার মোহাম্মদ আতিকুর রহমান তাদেরকে মুক্তি প্রদান করেন।
মুক্তি প্রাপ্তরা হলেন, মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে রাব্বি শিকদার, পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে নূর আলম সরদার এবং শহরের সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী। রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ ও তানভীর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। মাদারীপুর সদর থানায় দায়ের হওয়ায় ছাত্র আন্দোলনের দুটি পৃথক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ছাত্র রাব্বি ও নূর আলম কারাগারে আসেন ১৮ জুলাই এবং তানভীর আসেন ১৯ জুলাই।