Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন

Jahid Hasan
আগস্ট ২০, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ। এ সময় জেলার সিনিয়র সাংবাদিকসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সোমবার একদল দুর্বৃত্ত রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে হামলা ও ভাংচুর চালায়। এতে দৈনিক কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার একাধিক গণমাধ্যম অফিস ক্ষতিগ্রস্থ করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে এবং সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিক্ষোভ ও মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।