মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে কলেজের মাইকে আযান দেয়াকে কেন্দ্র করে মুসলিম যুবকদের হত্যা চেস্টা ও নবী করিম(সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদ ও শশিকর কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে দোয়া, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মস্তফাপুর হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে সাধারন মুসলিমদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
জানা যায়, ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী মিলে ওই কলেজে আজান দেয়ার জন্য একটি মাইক এনে ফিট করার জন্য প্রস্তুতি নেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী পল্লব, সৈকত, লিখন, বহিরাগত মিঠুন ও সম্রাটসহ প্রায় ৩০/৩৫ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতে কলেজ হোস্টেলে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে আহত হন আলভী রহমান, আফজাল, হাসিবুর ও নাহিদসহ কমপক্ষে ৭ জন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হলে আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে ডাসার থানা পুলিশ।