Madaripur Barta
ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

Jahid Hasan
নভেম্বর ১৭, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাত ২ টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে টেকেরহাট বন্দরের মকবুল মিনা’র খাবার হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এর আগে আগুনে পুড়ে যায় অন্তত ১২টি দোকান। এরমধ্যে ডেকোরেটরের দোকান, কাপড় ও ফার্মেসীর দোকানও রয়েছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি। সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানী কবির শেখ জানান, গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পাই। কিন্তু আসতে আসতেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার মুদি মালের দোকান ছিল। দুটি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই। এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।