কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে সার-বীজের দাম বেশি নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মফসের ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।এসময় কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. মান্নান হোসেনসহ কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম জানান, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাটে একটি সার ও বীজের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে দোকানীকে ৫ হাজার টাকা জরিমানাপূর্বক তা আদায় করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।