প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
রাজৈরে ভেজাল গুড় তৈরি করার অপরাধে নারীকে জরিমানা

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নোংরা ও অবৈধ প্রক্রিয়ায় গুড় তৈরি করায় রাহেলা বেগম (২৮) নামে এক নারীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার মাচারং গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নুরুজ্জামান, বেঞ্চ সহকারী সুমন মন্ডল ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, নোংরা ও অবৈধ প্রক্রিয়ায় দেশীয় গুড় তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় তাকে ৩ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.