শিবচর প্রতিনিধি:
দেশব্যাপী ঘটমান খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ্য শাস্তি মৃত্যুদন্ড এবং নারী শিশুসহ সাধারণ জনগনের নিরাপত্তার দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে দেশব্যাপী ঘটমান ছিনতাই, খুন, ধর্ষনের প্রতিবাদ এবং দেশের সাধারন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতের সরকারী বরহামগঞ্জ কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সরকারী বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বর এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে প্রায় দুই শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.