জাহিদ হাসান:
মাদারীপুরে পৌর নাগরিকদের নিয়ে সালিশ মীমাংসায় বিরোধ নিষ্পত্তিতে পৌর বোর্ড আইন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের আয়োজনে ও তাদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ্ মো. সজীব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ ও সহকারী প্রধান সমন্বয়কারী মাসুমুল হক। কর্মশালায় মাদারীপুর পৌর শহরের সাবেক জন প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করে। কর্মশালায় পারিবারিক ও সামাজিক জীবনে পৌর বোর্ড আইনের অধীনে সালিশ মীমাংসার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।