Madaripur Barta
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হয়রানিমূলক মামলার অভিযোগে তুষার ভূইয়ার বিরুদ্ধে বিহ্মোভ ও মানব বন্ধন

Jahid Hasan
মে ৯, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এহ্সান আজগর, মাদারীপুর:
মাদারীপুরে হয়রানিমূলক মামলার অভিযোগে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়ার বিরুদ্ধে বিহ্মোভ, মানব বন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেছে সাধারণ ছাত্র জনতা, ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিহ্মোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী মনির হাওলাদার বলেন, আমি এবং আমার পূর্বপুরুষের কেউ কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী,শুধু আমিই না মাদারীপুরের আরো বেশ কয়েকজন ব্যবসায়ী এই মামলার আসামী। আর এর পিছনে রয়েছে বিশাল চক্রান্ত, আর এই চক্রন্তের মূল হোতা বৃটিশ আমেরিকা টোবাকোর সাবেক ডিলার মনিরুল ইসলাম তুষার ভূইয়া। ইতি পূর্বে আমাদের সাথে তুষার ভূইয়ার ব্যবসায়ী লেনদেনগত সমস্যার রয়েছে।

তিনি আরো বলেন, এই তুষার ভূইয়া আওয়ামী ফ্যাসিষ্টদের দোষর ও অর্থদাতা, এই তুষার ভূইয়া শুধু আমাকেই না সে এই মামলায় ইতালী প্রবাসী এবং অবসর প্রাপ্ত শিহ্মককেও এই মামলায় আসামী দিয়েছেন। মাদারীপুর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি অতি শীঘ্রই এই মামলার সুস্থ তদন্ত করিয়া নিরাপরাধ সকল আসামীদের অব্যাহতি প্রদান করেন।

মানববন্ধনে উপস্থিত পুরান বাজারের সিগারেট ব্যবসায়ী সাখাওত হোসেন বলেন, বাজেটে সিগারেটের দাম বারবে বলে বিভিন্ন মানুষের কাছ থেকে আমাকে দিয়ে টাকা এনেছে, অতঃপর পরবর্তীতে সে আমাদের টাকা সিগারেট কোনটাই দেয় নাই,সেই ঘটনাকে কেন্দ্র করে এর আগে আমাকে একটি মামলা দিয়েছে যাতে টাকা দেওয়া না লাগে মামলাটি ৩/৪ তারিখ ঘোরার পরই হাইকোটে গিয়ে খারিজ হয়ে যায়।

এর পর গত ৫আগষ্ট ঢাকার শাহাবাগে একটি মার্ডার হয়, সেখানে তার এক আত্মীয় দিয়ে আমাদের কয়েক ব্যবনায়ীর নাম উল্লেখ করে মামলায় দেয়। আমরা এই মামলা থেকে অব্যাহতী চাই।

উল্লেখ, গত ৪অক্টোবর নিলুফা ইয়াসিন বাদী হয় ঢাকা শাহবাগ থানায় মাদারীপুরের ২৬জনকে আসামী করে একটি মামলা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।