মাদারীপুর প্রতিনিধি:
বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে মাদারীপুর পৌরসভার উদ্যোগে ‘বিজয়ী বীর সম্মাননা’ প্রদাণ করা হয়। বুধবার সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভা চত্বরে এ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম, খলিল বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী। পরে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্যে মাদারীপুরের ২৪ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা প্রদাণ করা হয়। এসময় বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী ও মুজিববর্ষ উদযাপন নিয়ে ৪টি ক্যাটাগরিতে ২৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদাণ করা হয়।
অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই প্রদাণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.