Madaripur Barta
ঢাকাশুক্রবার , ৩১ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হওয়ায় ঘাতক বাসে আগুন

madaripurbarta
ডিসেম্বর ৩১, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হওয়ায় ঘাতক বাসে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধরা । এ ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী। শুক্রবার সকাল ৯টার দিকে খাগদী বাসস্টান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত দুজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী দিদার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬১৫৬) খাগদী বাসস্টান্ড এলাকায় পৌছালে রাস্তায় থাকা যাত্রীবাহী ইজিবাইকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত ও দুজন আহত হয়। দুজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী অলীল ফরাজী বলেন, খুব গতিতে বাসটি মস্তফাপুরের দিক থেকে আসে। খাগদী স্টান্ডে এসেই ইজি বাইকটির উপর উঠে যায়। এতে দুজন নিহত হয়। পরে অনেক লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন সিং বলেন, খাগদী স্টান্ডে ৪ টি রাস্তার মিলনস্থল। এখানে প্রায়ই দুর্ঘনা ঘটে। অনেক বলে এখানে গতিরোধক দেয়া হয়েছিল। ফোর লেন হওয়ার পরে গতিরোধক দিতে বললেও কোন গতিরোধক দেয়া হয়নি। এখানে গতিরোধক থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে দুজন নিহত হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।