গৌরনদী প্রতিনিধি:
উপজেলার চেঙ্গুটিয়ায় কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে কবি নজরুল স্মৃতি সংঘ ও ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যান সমিতির যৌথ আয়োজনে আলোচনা সভায় স্মৃতি সংঘের সভাপতি মাওলানা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।