প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি:
প্রতিষ্ঠার ৫৮ বছর পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়ায় কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন, তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে কবি নজরুল স্মৃতি সংঘ ও ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতির যৌথ আয়োজনে আলোচনা সভায় স্মৃতি সংঘের সভাপতি মাওলানা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। সরকারি বরিশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল জব্বার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব হাওলাদার, নজরুল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দীক, জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক হাসান প্রমুখ। শেষে অতিথিবৃন্দ তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের ফুলে শুভেচ্ছা. শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.