Madaripur Barta
ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

madaripurbarta
জানুয়ারি ১, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১ টায় মাদারীপুর শহরের ডিসি ব্রীজ এলাকা থেকে অর্ধশতাধিক মটর সাইকেল ও তিনটি ট্রাকে ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে ব্যান্ড পার্টিসহ বর্নাঢ্য র‌্যালীটি শুরু করে শহর প্রদক্ষিন করে শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এসে র‌্যালীটি শেষ হয়। র‌্যালী শেষে পার্টি কার্যালয়ে জেলা জাতিয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা পার্টির আহবায়ক সাবরিন জেরিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিরাজুল হক স্বপন, সদস্য সচিব লিয়াকত আলী খান, প্রধান সমন্বয়কারী মো: বেলায়েত হোসেন টেনু মোল্লা, সেন্ট্রাল কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ন আহববায়ক আজীম শিকদার, জেলা যুগ্ন আহবায়ক আব্দুর রউফ খান, জাতীয় পার্টির পৌর সভাপতি কাইউম খান, সাধারন সম্পাদক সেলিম হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গোলাম হোসেন বাদল, জেলা যুবসংহতির আহবায়ক মুনির বেপারী, শিবচর নিলখী ইউনিয়নের সভাপতি মো: সাহাবুদ্দিন মাতুব্বর, মো: মালেক চোকদার, জেলা মহিলা পর্টির লাকি বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন শেখ, জাহিদ খন্দকার, জামাল চৌকিদার, হাসান খন্দকার, আমির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।