গৌরনদী প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী আশোকাঠি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের একটি ট্রাকের ধাক্কায় শহিদুল হক খান (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শহিদুল পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের নুর হোসেন খানের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, উপজেলার মাহিলাড়া থেকে নছিমনে করে ভুরঘাটা বাজারে কাঁচা তরকারি রেখে ফিরছিলেন নসিমন চালক মশিউর রহমান ও শ্রমিক শহিদুল খান। ভোর সাড়ে চারটার দিকে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিচয়ের একটি ট্রাক নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নসিমন চালক মশিউর ও শ্রমিক শহিদুল। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক শহিদুলকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।