গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে কাঁশির ঔষধ মনে করে ঘাস মারার ঔষধ খেয়ে লালজান বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (লালজান) মারা যায়। লালজান গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাগিশেরপাড় গ্রামের মৃত মতলেব বেপারীর স্ত্রী।
মারা যাওয়া বৃদ্ধার ছেলে আব্দুল করিম বেপারী জানান, চাষাবাদের জন্য ইরি বোরো জমির ঘাস মারার জন্য তিনি (করিম) বাজার থেকে ওষুধ কিনে ঘরে এনে রাখেন। তার মা লালজান বেগম (৬৭) কাঁশির ঔষধ মনে করে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঘরে রাখা ঘাস মারার ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে (লালজান) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন রাতেই তার বৃদ্ধা মাথকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার বৃদ্ধা মা (লালজান) মারা যায়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ ফজলুল হক জানান, মারা যাওয়া বৃদ্ধার ২ সন্তান ও সহোদর ভাইয়ের কোন অভিযোগ না থাকায় এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য মারা যাওয়্যা বৃদ্ধার কন্যা তানজিলা বেগম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে এডিএম সুপারিশ করেন। তাই স্বজনদের অঙ্গীকার নামা নিয়ে ময়না তদন্ত ছাড়াই লালজান বেগমের লাশ স্বজনদের কাছে হ্স্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে এসআই ফজলুল হক জানান।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.