খেলাধুলা বার্তা ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশনে ৪৫৮ রানে অল আউট হয়ে ১৩০ রানের লিড নেয় টাইগাররা। ব্যাটিং করতে নেমে ৮৩ রানে ২ উইকেট হারিয়েছে কিউইরা। এতে টাইগারদের বোলিংয়ে মাঠে চাপের মধ্যে আছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ভালো বল করেও উইকেট পাননি তাসকিন আহমেদ। পরে তা পুষিয়ে নেন এই বোলার। তার হাতেই প্রথম উকেট টম লাথামের পতন ঘটে কিউইদের। ইবাদত হোসেন অপর একটি উইকেট কনওয়েকে ফেরান। উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজও। তবে সুযোগ হাত ছাড়া করেন লিটন দাস।
স্বাগতিকরা প্রথম সেশনে ব্যাট করে নেমে মধ্যাহ্ন বিরতির আগে ৩ ওভারে ১০ রান, দ্বিতীয় সেশনে ৬৮ রানে ২ উইকেট হারিয়ে যায় চা বিরিতিতে।
এবারের সফরে তিন দিনেই ছিল বাংলাদেশের কর্তৃত্ব। তবে তৃতীয় দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি মুমিনুল হক ও লিটন দাস। মুমিনুল আউট হয়েছেন ৮৮ রানে, আর লিটন ফিরে যান ৮৬ রানে। মাহমুদুল হাসান জয়ও একই পথে হাটেন। ব্যাট থেকে আসে ৭৮ রানে তিনি আউট হয়ে যান।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.