জাহিদ হাসান:
আজ পঞ্চম ধাপে মাদারীপুর শিবচরে দুইট ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিন ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে এবারে মাদারীপুরের শিবচরের পদ্মা পাড়ের নদী ভাঙ্গন কবলিত বন্দরখোলা ও কাঁঠালবাড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলায় আওয়ামীলীগ থেকে কোন প্রার্থীতা দেয়া হয়নি। ফলে প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগের একাধিক প্রার্থীসহ প্রার্থীরা মাঠ সরগরম করেছেন। এর আগের নির্বাচনগুলোতেও এ উপজেলার কোন ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী দেয়নি। এবারের নির্বাচনে এ দুটি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৭৮ জন সাধারন ওয়ার্ড সদস্য চূড়ান্ত ভোটে লড়ছেন। এ দুটি ইউনিয়নে ১৮ টি ওয়ার্ডে ৮৩ টি ভোট কক্ষে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।রনির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.