গৌরনদী প্রতিনিধি:
মার্কেটের পাহারাদারের হাত-পা বেঁধে ডাকাতির স্টাইলে দশটি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা মার্কেটে ঘটেছে।
ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে একটি ট্রাক নিয়ে আসে সঙ্ঘবদ্ধ চোরেরা। এসময় মার্কেটের পাহারাদার আহম্মদ বেপারীর হাত-পা বেঁধে দুইটি টাইলসের দোকান, ব্যাটারীর দোকান ও চিপসের গোডাউনসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি গোডাউনের তালা ভেঙ্গে নগদ তিন লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
খবরপেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। একইদিন রাতে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার মাদ্রাসা অফিসের তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরেরা।