কালকিনি প্রতিনিধি:
গত রাতে মাদারীপুরের কালকিনি চর-দৌলতখান (সিডি খান) ইউনিয়নে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটি অবস্থায় বাসার ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহিনী।
বোনজামাইর কাছে ফোনে গৃহীনির স্বামী মৃত্যুর কথা জানালে পরিবারের লোকজন ঘড়ের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্বামীর পরিবারের লোকজন পালাতক রয়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে ময়না তদন্তর জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠান বলে নিশ্চিত করেন কালকিনি থানার তদন্ত অফিসার মোঃ নাসির উদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।