জাহিদ হাসান:
মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তাওহীদুল ইসলাম লিংকন এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম। মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো.শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার।
শোক সভায় সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো.জাহিদ হোসেন অনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার।
উল্লেখ্য, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় গত (২৯ ডিসেম্বর) বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.