গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ সুকান্ত বাবু স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সরিকল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কৃষি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় গৌরনদী একাদশকে ২-০ গোলে হারিয়ে উত্তর সরিকল মুক্তিযোদ্ধা একাদশ বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লাসহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।