রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলা একটি বাজারে স্বর্নের দোকানসহ দুটি দোকানে চুরি করার সময় দুই চোরকে আটক করা হয়। সোমবার ভোররাতে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাদের রাজৈর থানায় নিয়ে যাওয়া হয়। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৪টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারের দুলাল স্বর্ণকারের দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। পরে স্বর্ণালংকার চুরি শেষে পাশে থাকা আয়নাল মিয়ার মুদি মালের দোকানের তালা ভেঙ্গে চুরি করার চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা টের পেয়ে এলাকাবাসী মিলে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের আব্বাস শেখের ছেলে রাঙ্গু শেখ ও রাজৈরের হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের শাজাহান ফকিরের ছেলে আল-আমিন ফকির।
স্বর্নের দোকান মালিক দুলাল সরকার জানায় এ ঘটনায় দোকানের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
এ বিষয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় ঘোষ জানান, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের আদালতে প্রেরণ করা হবে।