গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী থানার মাদক মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন প্যাদাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার রাতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনের দিকনির্দেশনায় এস আই আবদুল হক সংগীয় ফোর্স নিয়ে বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আলাউদ্দীন প্যাদা বড়দুলালী গ্রামের ইস্কান্দার প্যাদার ছেলে।
গৌরনদী মডেল থানার উপ-পরির্দশক (এসআই) কেম এম আব্দুল হক জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় আলাউদ্দিন প্যাদার বিরুদ্ধে বরিশালের একটি আদালত আট মাসের সাজা ঘোষণা করেন। সেই সময় থেকে আলাউদ্দিন পলাতক ছিলেন। সোমবার রাতে বড়দুলালী এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত পলাতক আসামি আলাউদ্দিন প্যাদাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।