- জাহিদ হাসান:
মাদারীপুর মচরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ১০-১২জানুয়ারী২০২২ ৫ম তাবুবাস অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবছর ও প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে স্কাউটসদের কর্মক্ষম মানব ও দক্ষতা বৃদ্ধিতে চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় এ আয়োজন করে।
এ সময় তারা বলেন, খেলাধুলা ছাড়া শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিকাশ লাভ করতে পারে না। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না। এটি ছাত্রছাত্রী তথা মানুষকে শারীরিক মানসিকভাবে বিকাশ লাভ করে সুনাগরিক করে তোলে।
তাবু জলসাঃসমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য, জেলা ও উপজেলা স্কাউট এর নির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
সভাপতিত্ত্ব করেন, অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি সরদার আব্দুল হামিদ।
পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,মো. আল মামুন , সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, রিফাত সরদার, আরমিন বেস্টার সসহযোগীতায় সাবেক স্কাউট অত্র বিদ্যালয়।