রাজৈর প্রতিনিধি:
উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ইমাঠ এলাকার লোয়ার কুমার তীরে নির্মিত এ ঘরগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এসময় তিনি বলেন, আমরা ৪০টি পরিবারকে একটি ঘর ও ২ শতক করে জমি বুঝিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষে কেউ যেন গৃহহীন না থাকে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সকল ভূমিহীনদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হচ্ছে। অচিরেই মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবো।
এ হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন মিরু প্রমুখ।