জাহিদ হাসান:
দক্ষিণ অঞ্চললে কনকনে শীত। ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছেন নিম্ন আয়ের মানুষ।
আজ শনিবার (১৫ জানুয়ারি) সকালে মাদারীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রায় তিন শতাধিক হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এসময় সংগঠনের সভাপতি মো. মাহবুব আলম বলেন, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করি।এছাড়া করোনা কালীন সময় আমাদের সংগঠন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। সেই চিন্তা চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতেও অসহায় মানুষের পাশে থেকে আমরা কাজ করব এই আশা ব্যক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাকসুদা আক্তার, দিদার হোসেন, আবু বক্কর, বাবুল হোসেন, নাসির হোসেন, আরিফ হোসেন, নিনজার খান, সুমনা কোন, জেসমিন নুপুর, নুর আলম ও লিটন হাওলাদার সহ অন্যান্যরা।