Madaripur Barta
ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

এক মাসেও সন্ধ্যান মেলেনি প্রবাসীর স্ত্রী ও সন্তানের

madaripurbarta
জানুয়ারি ১৬, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস সরদারের স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রহস্যজনক ভাবে নিখোঁজের একমাস পরেও সন্ধান করতে পারেনি পুলিশ। দীর্ঘ দিনেও সন্ধ্যান না পাওয়ায় নিখোঁজ রিনা বেগম এর পরিবারবর্গ পাগল প্রায়। মেয়ে রিনা বেগম (২২) ও নাতীন সুরাইয়া আক্তার (৪) এর সন্ধ্যানের জন্য বৃদ্ধ আব্দুল হাই সরদার মেয়ে ও নাতীনের ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নিখোঁজ মেয়ে ও নাতীনের সন্ধ্যানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিখোঁজ রিনা বেগমের পিতা আব্দুল হাই সরদার (৭০) জানান, গত পাঁচ বছর পূর্বে সামাজিক ভাবে তার মেয়ে রিনা বেগমের বিবাহ হয় প্রতিবেশী শাহে আলম সরদারের পুত্র মালয়েশিয়া প্রবাসী ইউনুস সরদারে সাথে গত ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের এক বছর পরেই তাদের সংসারে একটি কন্যা সন্তান লাভ করে। গত ৮ ডিসেম্বর দুপুরে তার (আব্দুল হাই) মেয়ে রিনা বেগম তার ৪ বছরের একমাত্র কন্যা সুরাইয়া আক্তারকে ডাক্তার দেখানোর কথা বলে  স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ২দিন পর গত ১০ ডিসেম্বর ইউনুস সরদারের ভাই (নিখোঁজ রিনার দেবর) বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি হারানো সাধারন ডায়েরী করেন (যার নং ১৪১৬)।
সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকতার্ গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, হারানো সাধারন ডায়েরী করার পর আমি বিভিন্ন থানা ও পুলিশ কন্টোল রুমে ম্যাসেস দিয়েছি। এ ছাড়া বিভিন্ন ভাবে সন্ধ্যানে চেষ্টা অব্যহৃত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।