গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে হলরুমে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. আব্দুল হান্নান, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।