প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ
গৌরনদীতে করোনাভাইরাসের টিকা দিতে যাওয়ার সময় এক শিক্ষার্থী নিহত ও দুইজন আহত

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের টিকা দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্তর মৃধা মারা যায়। অপর দুই শিক্ষার্থী রেদওয়ান ফকির ও শান্তকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান, বুধবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে যাত্রী নিয়ে বলেশ্বর পরিবহন চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা তিন মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। স্থানীয়রা আহত শিক্ষাথর্ীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুঘর্টনার পর পর বিক্ষুব্ধরা পাথরঘাটা থেকে চট্টগ্রাম গামী বলেশ্বর পরিবহনটি ব্যাপক ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.