গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী বহুবিধ উদ্দেশ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় মঙ্গলবার বিকেলে বাথর্ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। শেষে ৩৫ জন হতদরিদ্র মানুষের প্রতিজনকে ১০টি মাস্ক, ২টি হ্যান্ডস্যানিটাইজার ও নগদ ২ হাজার ৩শত ৬৫ টাকা করে প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।