গৌরনদী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পদদলিত ও আসবাবপত্র ভাংচুরসহ নেতৃবৃন্দকে লাঞ্চিতের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ফোরামের উপজেলা সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সদস্য জামিল মাহামুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, বিএমএসএফর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহামুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলাা সভাপতি মোল্লা ফারুক হাসানসহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।