Madaripur Barta
ঢাকাসোমবার , ৩১ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুর ১টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

madaripurbarta
জানুয়ারি ৩১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মাদারীপুর সদর উজেলার ঘটমাঝি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার(৩১ জানুয়ারী) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শিতের সকালে তীব্র ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সবখানেই স্বাস্থ্য বিধি উপেক্ষিত।

ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন চলছে ইভিএম পদ্ধতিতে। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক(নৌকা) ছাড়া প্রার্থীরা নির্বাচনে সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছেন।

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে ৭ জন পুলিশ, ১৫ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, মেম্বার প্রার্থী ৩৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ঘটমাঝি ইউনিয়নে ২০ হাজার ৯’শ ৫৬ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার ভেতরে নারী ভোটার ১০ হাজার ১’শ ২২ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৮’শ ৩৪ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুজ্জামন বলেন, মাদারীপুরে একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন শৃংক্ষলা রক্ষাকারী বাহীনি যথেষ্ঠ তৎপর রয়েছে। আশা করি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুন্দর,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।