প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ
বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়ায় গৌরনদী কৃষি অধিদপ্তরের জরুরি সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি:
আবহাওয়া অধিদপ্তরের আগামী তিন থেকে চারদিন অনাকাঙ্খিত বৃষ্টি হওয়ার পূর্বাভাস অনুযায়ী বরিশালের গৌরনদীতে মাঠ পর্যায়ে কৃষক ও জনপ্রতিনিধিদের অবহিত করণ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আলী আজগার মোল্লা, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে মোঃ আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, রিয়াজ হোসেন সরদার, মিঠুন বণিক, সৈয়দা রুমানা আফরোজ, নূফথর মজুমদার, উজ্জল বনিক, মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় শতকরা ৮০ শতক পরিপক্ক ফসল সংগ্রহ পরামর্শ এবং নালা করে জমে থাকা পানি বের করে দেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.