প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ
গৌরনদীতে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে রোববার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান, বিসিএসআইআর এর চীফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী, সায়েন্টিফিক অফিসার মোঃ মোতালেব, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল জলিলসহ অন্যান্যরা। শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.