Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে মসজিদে থাকা তাবলিগের মুসল্লিদের অচেতন করে মালামাল লুট

madaripurbarta
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুরের কালকিনিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলীগ জামাতের ১৪ জন মুসল্লিদের অচেতন করে মালামাল ও টাকা পয়সা লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। অচেতন মুসল্লিদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা বর্তমানে শংকামুক্ত বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। পুলিশ জানায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা জামে মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের একটি জামাত (দল) আসেন। তাদের সোমবার রাতের খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাবলিগ জামাতের ওই সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে সকলে অচেতন হয়ে পরে। সেই সুযোগে তাবলিগ জামাতের সদস্যদের সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকালে স্থানীয় লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় অসুস্থরা হলেন মুতাহের আলী, আব্দুর রহিম, হামিদুর রহমান, আছির আলী, তাহের আলী, আব্দুল অয়াহিদ ও মহিউদ্দিনসহ মোট ১৪ জন। একজন ব্যতিত আহতদের সবারই বয়স প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি। সবাই অচেতন থাকায় প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি। বর্তমানে আহতরা শংকামুক্ত আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। পুলিশ জানায় এ ঘটনায় জড়িতদের ধরার অভিযান চলছে।
কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ কুমার গোস্বামী বলেন, অজ্ঞান হয়ে ভর্তি হওয়া মুসল্লদের মধ্যে একজন ব্যতিত প্রায় সবারই বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এখন তারা শংকামুক্ত তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।