জাহিদ হাসান:
মাদারীপুর শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও রুপালী ব্যাংকের (ফরিদপুর) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুপালী ব্যাংকের ফরিদপুর শাখার এজিএম পংকজ কুমার সরকার, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, কাউন্সিলর রাজিব মাহামুদ কাওসার প্রমুখ। সংস্থার পক্ষে কাজী আশিকুর হোসেন অপু প্রায় দুই হাজার গরীব, অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.