গৌরনদী প্রতিনিধি:
সরকারি নিয়ম অমান্য করে লাইসেন্স ব্যতিত অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করায় বরিশালের গৌরনদীতে চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ প্রতিষ্ঠানের মালিকদের ৯৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে আশোকাঠী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে নিউ হেলথ ডায়াগনস্টিক সেন্টার, তাজিন প্যাথলজি, সান এক্সরে ও নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈঞ্জ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।