Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে মহিলা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

madaripurbarta
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সম্মাননার আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সারা বাংলাদেশের ৬১টি জেলায় একযোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মাদারীপুর জেলায় যে  তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামের আরোতি রানী সাহা, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের আয়শা বেগম ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিন্তাময়ী বাড়ৈ। এদের মধ্যে দুইজন নারী মুক্তিযোদ্ধা জীবিত এবং একজন মৃত। মৃত নারী মুক্তিযোদ্ধার পক্ষে তার দুই ছেলে সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক, কর্মচারী,  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।