কৃষি ও প্রকৃতি বার্তা ডেক্স:
মাদারীপুরে ১৬ ফেব্রুয়ারী সকালে সদর উপজেলা চত্ত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রদর্শনী আয়োজন করে। সকালে থেকে বিকেলে পর্যন্ত চলে প্রদর্শনী।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা.আব্দুর রাজ্জাক, উপজেলা কর্মকর্তা ডা.আতিকুর রহমানসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ধরনের খামারিরা প্রদর্শনীতে তাদের গরু, ছাগল, হাস-মুরগী, গোড়া, ভেড়া, টিয়া, বিভিন্ন ধরনের কবুতর নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিভিন্ন ঔষুধ কোম্পনি প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনীতে অংশ নেয়া এক জোড়া কবুতরের দাম ছিল ৭০ হাজার টাকা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রদর্শনী দেখার জন্য উপজেলা চত্ত্বরে ভীড় জমান।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.