জাহিদ হাসান:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাদারীপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আচমত আলী খান অডিটরিয়ামে সদর উপজেলা পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাজাহান হাওলাদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন কাজী, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী প্রমুখ। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।