শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকার হোগলারমাঠে চাচা জামাল বেপারির(২২) এর দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলোম বেপারীর ছোট ভাই জামাল বেপারি বাড়ির উঠানে বসে বাশের কি কাটছিল। এ সময় ভাবীর সাথে তার কথা কাটাকাটি বাঁধে। এবং আকস্মিক সে তার ভাবীর দিক দা ছুড়ে মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার মুখমন্ডলে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হয় এবং রাতে তার মৃত্যু ঘটে।
আজ মঙ্গলবার দুপুরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বড় ভাবীকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.