Madaripur Barta
ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

হারিয়ে যাওয়া সন্তান রিফাতকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি 

madaripurbarta
এপ্রিল ২, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
বড় ছেলে ১০ বছর ধরে মানসিক প্রতিবন্ধী। রেখে আসছেন পাবনা মানসিক হাসপাতালে। দিনমজুর লতিফ খা ও লাকি বেগমের এখন একমাত্র বাঁচার অবলম্বন ছোট ছেলে রিফাত খা (১১)। খুব কষ্ট করে রিফাতকে ভর্তি করেছেন মাদরাসায়। তাদের স্বপ্ন ছেলে একজন বড় আলেম হবে। সেই ছেলেটি ১১ দিন ধরে নিখোঁজ। ছেলেকে হারিয়ে মা বাবা এখন পাগল প্রায়।
জানা যায় গত ২২ মার্চ মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের নিজ বাড়ি থেকে হোগলপাতিয়া মাদরাসায় যাবার কথা বলে আর বাড়ীতে ফিরে আসেনি। ঘটনার ৩ দিন পর ২৪ মার্চ মাদরাসা থেকে যোগাযোগ করা হয় রিফাতের বাসায়। রিফাত কেন মাদরাসায় আসেনা। একথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে লতিফ লাকিয়া দম্পতির মাথায়। এর মধ্যে রিফাতের বাবা লতিফ খা শুরু করে দেয় খোঁজাখুঁজি। মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন স্থানে খুঁজেও মেলে না কোনো প্রকার খোজ। রিফাত কে অনেক চেষ্টার পরও খুঁজে না পেয়ে বাবা লতিফ খা ২৭ মার্চ মাদারীপুর সদর একটি থানায় সাধারণ ডায়েরি করেন (নম্বর ১৪৪৫)।
রিফাত খা উত্তর হোগলপাতিয়ার উদ্যম ইয়াতীম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসার হেফজু ২ প্যারার হাফেজিয়া ছাত্র।
রিফাতের বাবা লতিফ খা বলেন, ‘আমার বড় পোলাডা পাগল। ওরে পাবনা পাঠাইছি। আমাগো একমাত্র ভরসা রিফাত। আমি ইটভাটায় কাজ করে খুব কষ্ট করে পোলাডারে মাদরাসায় দিছি। বড় আলেম হইবো, আমাগো আর কষ্ট থাকবো না। আমার পোলাডা কই হারাই গেলো। আইজ ১১ দিন ধইরা কোনো খবর নাই। আমার কোনো শত্রু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করে দেন।’
স্থানীয় লিটু খা বলেন, ‘রিফাত অনেক সভ্যশান্ত একটা ছেলে। বেশ কিছুদিন ধরে রিফাত নিখোজ আছে। দেশবাসীর কাছ আমার অনুরোধ রিফাতকে যেন খুঁজে পায় সবাই সাহায্য করেন।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া সম্ভব হয় নি, তবে আমরা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।