Madaripur Barta
ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দেবরের আঘাতে ভাবী আহত

madaripurbarta
আগস্ট ৩০, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:

 বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত কালু ফকিরের পুত্রবধূ মোঃ কবির ফকিরের স্ত্রী মোসাঃ নাসিমা বেগম তার দেবরের মারধরের আহত অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

 ঘটনা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আপন দুই ভাইয়ের পারিবারিক কোলহ চলে আসছিল। গত ২৮শে আগস্ট সোমবার অভিযুক্ত হেমায়েত উদ্দিন ফকিরের গৃহপালিত পশু ছাগল তার আপন ভাই মোঃ কবির ফকিরের পান পাতা খেয়ে ফেলে এ বিষয়টি কবির ফকিরের স্ত্রী নাসিমা বেগম অভিযুক্ত হেমায়েত উদ্দিন এর স্ত্রীকে জানালে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। তার একপর্যায়ে অভিযুক্ত হেমায়েত উদ্দিন এসে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন এবং ভুক্তভোগী নাসিমা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। তখন তার মেয়ে ও স্বামী বাধা প্রদান করলে তাদেরকে মারধর করেন অভিযুক্ত হেমায়েত উদ্দিন ফকির। মারধরের আঘাতে মোসাম্মৎ নাসিমা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগির পরিবার।

 এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত উদ্দিন ও তার স্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা ছাগলে শস্য খাওয়ার কথা স্বীকার করলেও মারামারি বিষয়টি সম্পূর্ণই অস্বীকার করেন।

 গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।