Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্বস্তিতে বাংলাদেশ, চাপে মধ্যে নিউজিল্যান্ড

madaripurbarta
জানুয়ারি ৪, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা বার্তা ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশনে ৪৫৮ রানে অল আউট হয়ে ১৩০ রানের লিড নেয় টাইগাররা। ব্যাটিং করতে নেমে ৮৩ রানে ২ উইকেট হারিয়েছে কিউইরা। এতে টাইগারদের বোলিংয়ে মাঠে চাপের মধ্যে আছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ভালো বল করেও উইকেট পাননি তাসকিন আহমেদ। পরে তা পুষিয়ে নেন এই বোলার। তার হাতেই প্রথম উকেট টম লাথামের পতন ঘটে কিউইদের। ইবাদত হোসেন অপর একটি উইকেট কনওয়েকে ফেরান। উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজও। তবে সুযোগ হাত ছাড়া করেন লিটন দাস।

স্বাগতিকরা প্রথম সেশনে ব্যাট করে নেমে মধ্যাহ্ন বিরতির আগে ৩ ওভারে ১০ রান, দ্বিতীয় সেশনে ৬৮ রানে ২ উইকেট হারিয়ে যায় চা বিরিতিতে।

এবারের সফরে তিন দিনেই ছিল বাংলাদেশের কর্তৃত্ব। তবে তৃতীয় দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি মুমিনুল হক ও লিটন দাস। মুমিনুল আউট হয়েছেন ৮৮ রানে, আর লিটন ফিরে যান ৮৬ রানে। মাহমুদুল হাসান জয়ও একই পথে হাটেন। ব্যাট থেকে আসে ৭৮ রানে তিনি আউট হয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।