Madaripur Barta
ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিংকন এর স্মরণে শোকসভা

madaripurbarta
জানুয়ারি ৯, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তাওহীদুল ইসলাম লিংকন এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম। মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো.শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার।

শোক সভায় সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো.জাহিদ হোসেন অনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার।

উল্লেখ্য, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় গত (২৯ ডিসেম্বর) বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।