গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে রোববার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান, বিসিএসআইআর এর চীফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী, সায়েন্টিফিক অফিসার মোঃ মোতালেব, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল জলিলসহ অন্যান্যরা। শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।